MANPOWER BMET-SMART CARD কিভাবে তৈরী করবেন?
MANPOWER BMET-SMART CARD.
ম্যানপাওয়ার কার্ড হলো বাংলাদেশ থেকে বিদেশে কাজের জন্য যাওয়ার অনুমতি পত্র। যারা কাজের জন্য বিদেশে যান তাদের কে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর নিকট হতে একটি সার্টিফিকেট বা অনুমতিপত্র নিতে হয়।
ম্যান পাওয়ার কার্ড করার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। দেশে থাকা বিভিন্ন রিক্রুটিং এজেন্সীগুলো বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষ এজন্সিগুলো তাদের বাছাই করা প্রার্থীদেরকে ভিসা দেয়।
কর্মী নিজের পাসপোর্ট,ভিসা ,ট্রেনিং সার্টিফিকেট সহ বাকি সকল কাগজ প্রবাসী কল্যাণ মন্ত্রণায়ে জমা দিয়ে ফিঙ্গার দেয়া সম্পন্ন করতে হবে ।
আপনি রিক্রুটিং এজেন্সির [ FLYing Ababil ] সহায়তা নিয়ে ম্যান পাওয়ার কার্ড নিতে পারবেন।
বিদেশগামী কর্মীর যাবতীয় সমস্যার সমাধান,( MANPOWER CARD, AIR TICKET, VISA PROCESSING, E-PASSPORT ) সুযোগ সুবিধা পেতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে.........[WhatsAPP].
No comments