রমজানের (আগে/পরে) এবং রমজানে ওমরাহ পেকেজ এবং ওমরাহ পালনের নির্দেশনা ২০২২।
হজের পাঁচ দিন (৮ জিলহজ থেকে ১২ জিলহজ ) ছাড়া সারা বছর ৩৬০ দিন ওমরাহ করা যায়। দৈহিক, আর্থিক সামর্থ্যবান ও আল্লাহ যাঁকে কবুল করেছেন তিনি হজ ও ওমরাহ পালন করেন। ওমরাহে যাঁরা যাচ্ছেন বা যেতে চান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন ‘হে আল্লাহ আমার ওমরাহকে সহজ কর কবুল কর। রমজান মাস ফজিলতের মাস । রমজান মাসে আমল করলে অন্যান্য মাসের তুলনায় ৭০ গুণ বা তার চেয়েও বেশি সওয়াব পাওয়া যায়। মক্কায় মসজিদুল হারামে (কাবা শরিফে) এক রাকাত নামাজ আদায় করলে এক লাখ রাকাতের চেয়েও বেশি সওয়াব পাওয়া যায়। একই সঙ্গে মদিনার মসজিদে নববীতে এক রাকাত নামাজ আদায় করলে বহুগুণ সওয়াব পাওয়া যায়। রমজানে মক্কা বা মদিনায় অবস্থান করে যত খুশি নফল তাওয়াফ করতে পারেন। একই সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ, তারাবি, তাহাজ্জুদ নামাজসহ অন্যান্য আমল করে অনেক বেশি সওয়াবের অধিকারী হওয়া যায়। তাই যারা ওমরাহ করতে চান তাদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হলো।
2022 সনের ওমরাহ পালনের কতিপয় গুরুত্পূর্ণ নির্দেশনা সংক্ষিপ্ত [FLYing Ababil]
- 1. বারো ( ১২ ) বছরের উর্ধে যে কেউ উমরাহ পালন করতে পারবে, তবে উমরাহ্ সর্বোচ্চ কোন বয়সসীমা নাই।
- 2. কোভিড (Covid Vaccine ) টিকা সনদ থাকতে হবে ।
- 3. উল্লেখ যে , ২য় Dose টিকা ফ্লাইটের কমপক্ষে ১৪ দিন পূর্বে নিতে হবে ।
- 4. ফ্লাইটের ৪৮ ঘন্টা পূর্বে Corona টেস্ট করতে হবে ।
- 5. একটি বাসে যাত্রী থাকবে ২৪-৩০ জন মাত্র ।
- 6. সম্পূর্ন প্যাকেজ উমরাহ এজেন্ট থেকে নিতে হবে।
- 7. ভিসা হওয়ার আগেই হোটেল এবং টিকেট কনফার্ম করতে হবে।
- 8. সফটওয়্যার মাধ্যমে মসজিদ আল নববীর রিয়াজুল জান্নায় সালাত , কবর জিয়ারাত, মক্কায় মসজিদ আল হারামের সালাত ও উমরাহ আদায়ের জন্য পারমিশন সিরিয়াল দিতে হবে।
- 9. এয়াপোর্ট ইমিগ্রেশন এর জন্য করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে।
- 10. উমরাহ পালনকারী সৌদি আরবে যাওয়ার পূর্বেই , উমরাহ পালন , মদীনা জিয়ারত সহ অন্যান্য বিষয় নিদ্রিষ্ট এপ এর মাদ্ধমে শিডিউল ( উমরাহ এজেন্সী [FLYing Ababil] এবং তার গ্রূপের সাথে সমন্বয় করে ) নির্ধারণ করবে ।
- 11 . প্রত্যেক উমরাহ যাত্রী ফ্লাইটের পূর্বেই তার আইডি কার্ড ( উমরাহ এজেন্সি কর্তৃক প্রদত্ত ) গলায় ঝুলিয়ে রাখবে এবং দৃশ্যমান থাকতে হবে ।
- 12. সর্বোপরি উমরাহ পালনকারী সৌদিআরবে অবস্থান কালিন সময় , সৌদি সরকার কর্তৃক নির্ধারিত সকল নিয়মাবলী শতভাগ মেনে চলবেন এবং গ্রূপের অন্যান্যদের প্রতি সহনশীল থাকবেন ।
- 13. পাসপোর্ট ,লাগেজ ও হ্যান্ড বাগে উমরাহ কোম্পানির স্টিকার থাকতে হবে
- ** উল্লেখ যে, করোনা ভাইরাস চলমান থাকায়, উমরাহ ভিসা / প্যাকেজ / ট্রাভেল সংক্রান্ত নিয়মাবলী যেকোনো সময় সৌদি সরকার কর্তৃক পরিবর্তন – পরিমার্জন হইতে পারে ।
No comments